• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

একজন বাবার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ১৫:৩৮, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
একজন বাবার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

মোঃ খোকন, পিরোজপুরের নেছারাবাদের পশ্চিম সোহাগদল নিবাসী ঘরামী বাড়ির সন্তান। শাহ বাড়ি মসজিদ সংলগ্ন ছোট একটি চায়ের দোকান চালিয়ে সংসার চলতো তাদের। প্রতিদিন ভোরে চায়ের ধোঁয়ায় ভরা কাপ হাতে হাসিমুখে দিন শুরু করতেন তিনি, যেন তার ছোট দুটি মেয়ের মুখে হাসি ফোটে।

কিন্তু আজ সেই হাসি মিলিয়ে গেছে। মোঃ খোকন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় শুয়ে আছেন, জীবন-মৃত্যুর মাঝামাঝি এক লড়াইয়ে। তার মস্তিষ্কে ধরা পড়েছে ব্রেন টিউমার। ডাক্তাররা বলেছেন, জরুরি অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু, দরিদ্র এই পরিবারের পক্ষে সেই বিপুল খরচ জোগাড় করা অসম্ভব। সরকারি হাসপাতালে থাকা সত্ত্বেও প্রতিটি ধাপে খরচ বেড়েই চলছে। ওষুধ, পরীক্ষা, অপারেশন সবকিছুতেই টাকা দরকার।

এদিকে ঘরে দুই ছোট মেয়ে বাবার জন্য কাঁদছে। তারা এখনও বুঝতে পারে না, কেন তাদের বাবা হাসপাতালে নিস্তেজ হয়ে পড়ে আছেন। মা অঝোরে কাঁদছেন। সংসারের একমাত্র ভরসার মানুষটিকে হারানোর ভয় তাকে ভেঙে দিয়েছে।

‘সব ঠিক থাকবে’- এই বিশ্বাস নিয়েই খোকনের পরিবার এখন প্রতিদিন দোয়া করছে। কিন্তু, সেই আশাটা বাস্তবে রূপ দিতে আমাদেরই এগিয়ে আসতে হবে।

একজন পিতা, একজন স্বামী, একজন পরিশ্রমী মানুষ আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন। আপনার সামান্য সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে দুটি শিশুর হাসি, একটি মায়ের শান্তি, আর একটি পরিবারের ভরসা।

রোগী: মোঃ খোকন
ঠিকানা: ঘরামী বাড়ি, পশ্চিম সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর
যোগাযোগ: মাহবুব (ঘরামী বাড়ি) – 01710670759
রিয়াজ – 01712360588

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2