• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

‘বৃহত্তর যশোর সমিতি ঢাকা’র সভাপতি ওবায়দুর, সম্পাদক ডা. নাসির

প্রকাশিত: ২০:১৭, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:২১, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘বৃহত্তর যশোর সমিতি ঢাকা’র সভাপতি ওবায়দুর, সম্পাদক ডা. নাসির

সভাপতি মো. ওবায়দুর রহমান (বায়ে) ও সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দীন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর যশোর সমিতি, ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন নির্বাচিত হয়েছেন। 

২০২৫-২৬ মেয়াদের জন্য শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার নীলক্ষেতে বৃহত্তর যশোর সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

৪৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে খান জাকির হোসেন দারা, এ এল এম কামাল উদ্দিন হাফেজ, মো. আলমগীর রহমান, সৈয়দ মাসুদ রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ তুহিন, মো. নাসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শরীফ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সমাজকল্যাণ সম্পাদক এসএম খালিদ সাইফুল্লাহ, কর্মসংস্থান সম্পাদক সাইফুল ইসলাম জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক এনামুল কবীর, ক্রীড়া সম্পাদক ইকবাল চৌধুরী, শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন হিমু, আইন বিষয়ক সম্পাদক বিকাশ লস্কর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কামরুজ্জামান কামরুল, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ কে এম শামীম আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল কবির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রত্না শারমীন ঝরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  মহুয়া আলী লিপি, যুব বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান বিপুল, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ ও সহ-দপ্তর সম্পাদক পদে এস কে কায়ছার মাহমুদ নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রওশন আরা জামান, মোস্তাফিজুর রহমান বাচ্চু, তানজিলা খানম, আব্দুল লতিফ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আবুল বাশার, শাহিদুল ইসলাম, শেখ মিজানুর রহমান বাবলু, মুস্তাফিজুর রহমান, খায়রুজ্জামান, জাহিদুল ইসলাম, কাজী শফিকুর রহমান, ডা. মোস্তফা আজিজ সুমন, সরদার মো. আব্দুল গফফার, কাজী আনিসুজ্জামান আরজু ও এস এম আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর যশোরের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত জেলা জজ ও সাবেক নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শহিদুল আলম, খবির উদ্দিন আহমেদ, ডা. রফিকুল ইসলাম ও প্রকৌশলী আব্দুল ওহাব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2