• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

পরীক্ষা দিতে না পেরে কান্নাকাটি করা সেই আনিসা ২ বিষয়ে ফেল

প্রকাশিত: ১৮:৫৭, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:১৭, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পরীক্ষা দিতে না পেরে কান্নাকাটি করা সেই আনিসা ২ বিষয়ে ফেল

‘মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায়’ প্রথম পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। জানা গেছে, তিনি বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনিসা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ফেল করেছেন। আর বাংলা পরীক্ষা দিতে না পারায় সেটিতেও ফেল এসেছে।

এর আগে, ২৬ জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছার কারণে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী সেদিন পরীক্ষা দিতে পারেনি। সে সময় সামাজিক মাধ্যমে তার কান্নার ছবি ছড়িয়ে পড়ে।

দাবি করা হয়, ‘মেয়েটির বাবা বেঁচে নেই। মা সকালে মেজর স্ট্রোক করেছেন। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেয়া হয়নি।’

তখন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন, এই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তের বরাতে জানা যায়, মায়ের স্ট্রোকের দাবি সঠিক নয়। তাই আনিসা আহমেদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার বিষয়ে সরকারি পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির সে সময় গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে পরীক্ষা দিতে না পারা বিষয়ের একটি পত্রে যদি যে ৬৬ নম্বর পায়, তাহলে পাস করে যাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2