বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন লায়ন সাজ্জাদ
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (BLF)-এর ম্যানেজমেন্ট বোর্ড সভায় সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হন লায়ন আলী হায়দার মোহাম্মদ সাজ্জাদ (শান্ত)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তারিখে সভাটি অনুষ্ঠিত হয়।
এর আগে বার্ষিক সাধারণ সভায় (AGM) ১৪ জন পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে পরিচালকদের ভোটে লায়ন সাজ্জাদ শান্ত সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হন।
লায়ন সাজ্জাদ শান্ত লিও আন্দোলনের মাধ্যমে লায়ন্স অঙ্গনে যুক্ত হন। তিনি লিও জেলা সভাপতি ও লিও মাল্টিপল জেলা সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন-এর মাধ্যমে তিনি লায়নিজমে যোগ দেন এবং পরবর্তীতে লায়ন্স সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।
সামাজিক উন্নয়ন, মানবসেবা ও তরুণ নেতৃত্ব বিকাশে তার অবদান উল্লেখযোগ্য। তার নেতৃত্বে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (BLF)-এর কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে বলে প্রত্যাশা লায়ন নেতৃবৃন্দের।
বিভি/এসজি




মন্তব্য করুন: