রূপায়ণ শপিং স্কয়ারে অরেঞ্জা লাইফস্টাইল উদ্বোধন

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রূপায়ণ শপিং স্কয়ারে অনুষ্ঠিত হলো আধুনিক ফ্যাশন ব্র্যান্ড ‘অরেঞ্জা লাইফস্টাইল’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠান। ছেলে ও মেয়েদের জন্য ট্রেন্ডি ও মানসম্মত পোশাক নিয়ে গড়ে ওঠা এই ফ্যাশন হাউস তরুণ প্রজন্মের ফ্যাশন সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানানো হয় আয়োজনে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান, অভিনেতা শাওন মজুমদার, অভিনেত্রী সুবর্ণা আক্তার এবং হাসো চ্যাম্পিয়ন মিরু। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত।
অরেঞ্জা লাইফস্টাইলের উদ্যোক্তারা জানান, এখানে পাওয়া যাবে সর্বাধুনিক ডিজাইনের ট্রেন্ডি পোশাক, যা ফ্যাশনপ্রেমীদের জন্য আনবে নতুন অভিজ্ঞতা। উদ্বোধনের দিন ক্রেতাদের জন্য রাখা হয় বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার, যা শপিংপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: