• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত  ২

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত  ২

চট্রগ্রামের সাতকানিয়ায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া  রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চাপাই নবাবগঞ্জের বড়গাছি ভোলাহাট এলাকার ইউনুছ আলীর পুত্র মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল কাউডেখা উজিরপুর এলাকার সতিন্দ্র বৈরাগীর পুত্র মৃন্ময় বৈরাগী। তারা উভয়ে মোটর সাইকেল আরোহী ছিলেন।

পুলিশ জানায়, আরএফএল কোম্পানির এসআর এবং রয়েল কোম্পানির এসআর মোটর সাইকেল যোগে সাতকানিয়া থেকে লোহাগাড়া যাওয়ার পথে দুর্ঘটনায় মুহাম্মদ আরিফ ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজন মৃন্ময় বৈরাগী স্হানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়কে দায়িত্বরত দোহাজারী হাইওয়ে থানার এসআই আবু কাউছার জানান, বাইক ও পিকআপ এবং মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার কাজ চলছে। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2