• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন, কাজ চলবে আরও ৩ দিন

প্রকাশিত: ১০:৫১, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন, কাজ চলবে আরও ৩ দিন

যখন আগুন জ্বলছিল, তখনকার ছবি

সুন্দরবন চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায় আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আরো তিন দিন নেভানোর কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমীর হুসাইন চৌধুরী। 

সুন্দরবন আমুরবুনিয়ায় আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন শেষে রবিবার রাত সাড়ে দশটায় খুলনার পশ্চিম বনবিভাগ কার্যালয় জরুরি প্রেস ব্রিফিং করেন প্রধান বন সংরক্ষক।

তিনি জানান, আগুনে পাঁচ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের সার্বিক অবস্থা মনিটরিং চলছে ড্রোন দিয়ে। আগুনে জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে সাত সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে এই টিম। তিনি আরো জানান, ২০১২ সাল থেকে এ পর্যন্ত ২৫ বার আগুন লেগেছে চাঁদপাই রেঞ্জ এলাকার বনে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2