• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মাত্র ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট

প্রকাশিত: ১৫:৫০, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাত্র ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট

বাংলাদেশের কৃষকরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে আসছেন। কিন্তু তাদের অনেকেই আজও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়ে গেছেন। শহরের ব্যাংক, কাগজপত্রের জটিলতা, ন্যূনতম জমা টাকার বাধ্যবাধকতা—এসব কারণে গ্রামের কৃষকরা ব্যাংকের চেয়ে হাট-বাজারের মহাজনের কাছেই বেশি নির্ভরশীল।

এই চিত্র পাল্টাতে মাঠে নেমেছে মধুমতি ব্যাংক লিমিটেড ও গ্রো আপ এগ্রোটেক। দুই প্রতিষ্ঠানের সাম্প্রতিক চুক্তির মাধ্যমে এখন থেকে কৃষকরা মাত্র ১০ টাকায় মধুমতি ব্যাংকে একাউন্ট খুলতে পারবে গ্রামী কৃষরা। 

জানা যায়, প্রথম ধাপে প্রায় তিন হাজার কৃষক এই সুবিধার আওতায় আসছেন। একাউন্ট খোলার পাশাপাশি প্রতিটি কৃষককে দেওয়া হবে নূন্যতম এক লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ। এই অর্থ তারা ব্যবহার করতে পারবেন বীজ, সার, কৃষিযন্ত্র, কিংবা আধুনিক সেচ ব্যবস্থায় বিনিয়োগের জন্য। ফলে কৃষি উৎপাদনে বাড়বে দক্ষতা ও গতি।

শুধু ব্যাংকিং সুবিধা নয়, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের ডিজিটাল পরিচয়ও তৈরি হবে। গ্রো আপ এগ্রোটেকের প্ল্যাটফর্মে কৃষকদের তথ্য, জমির পরিমাণ, ফসলের ধরণ ও মৌসুমি চাহিদা অনুযায়ী তথ্যভিত্তিক সেবা দেওয়া হবে। এতে করে কৃষকরা ভবিষ্যতে সরকারি সহায়তা, ভর্তুকি বা কৃষি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় সহজে যুক্ত হতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে একাধিক প্রভাব ফেলতে পারে । প্রথমত, ব্যাংকিং সেবার আওতায় আসার ফলে কৃষকেরা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন। দ্বিতীয়ত, ঋণপ্রাপ্তির সুযোগ তাদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। তৃতীয়ত, ব্যাংকের নিয়মিত লেনদেনের মাধ্যমে তাদের আর্থিক ইতিহাস তৈরি হবে, যা ভবিষ্যতে বড় ঋণ বা সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, এই কার্যক্রম ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারিত হবে। বিশেষ করে যেসব এলাকায় কৃষকরা এখনও ব্যাংক সেবার বাইরে, সেখানে বিশেষ ক্যাম্পের মাধ্যমে একাউন্ট খোলা ও ঋণ বিতরণের কাজ চলবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2