• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভাইরাল কলার আর্টওয়ার্কের দাম প্রায় ১৮ কোটি টাকা

প্রকাশিত: ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৫৬, ২৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ভাইরাল কলার আর্টওয়ার্কের দাম প্রায় ১৮ কোটি টাকা

ছবি: ‘কমেডিয়ান’

সারা পৃথিবীতে ২০১৯ সালে একটি আর্ট-ওয়ার্ক নিয়ে সমালোচনার ঝড় উঠেছিলো। কারণ-অনেকের মতে সেই আর্ট-ওয়ার্ক লেইম। ঠাট্টা মশকরা করে  অনেকে-ই আবার বলেছিলেন, ‘ আর্ট-ওয়ার্কটি বানাতে গিয়ে কতই-না চিন্তা ভাবনা করতে হয়েছে!’ সেটি ছিলো দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলা! এক লাখ ২০ হাজার মার্কিন ডলারে তখন, ওই আর্ট-ওয়ার্কটি বিক্রি হয়েছিলো।

তবে, এই কলার আর্টওয়ার্ক ৫ বছর পর আবার কেন আলোচনায়? কারণ- একটি ভাল বিনিয়োগ হিসেবে প্রমাণিত হতে পারে ইতালিয়ান আর্টিস্ট মাউরিজিও ক্যাটেলানের ভাইরাল সৃষ্টি “কমেডিয়ান” শিরোনামের সেই আর্ট-ওয়ার্কটি। কিন্তু, কীভাবে?

শুক্রবার (২৫ অক্টোবর) আর্ট-ওয়ার্ক বিক্রির সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ অকশন হাউস সোথেবি ঘোষণা দিয়েছে যে আর্টওয়ার্কটির তিনটি ‘সংস্করণ’ এর মধ্যে একটি আবার বিক্রি হচ্ছে। তবে, অনেকগুন বেশি দাম এবার। এক থেকে দেড় মিলিয়ন মার্কিন ডলার দাম হাঁকানো হচ্ছে প্রাথমিকভাবে। প্রতি ডলার সমান ১১৯ দশমিক ৫১৭ টাকা ধরলে, বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় ১৭ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৭ শ বাহাত্তর টাকা ৫৯ পয়সা।

সূত্র: সিএনএন নিউজ

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2