হুমায়ুন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি।
দিবসটি উপলক্ষ্যে কথাশিল্পী হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে গাজীপুরের পিরুজালী এলাকার নুহাশ পল্লীতে প্রতি বছরের ন্যায় কোরআনখানী, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার দুই ছেলে নিষাদ ও নিনিতসহ ভক্তদের উপস্থিতিতে কবর জিয়ারত করবেন।
নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, দিনটি উপলক্ষ্যে সকাল থেকে কোরআনখানির আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে প্রয়াত হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিভি/এমএমএফ/এজেড
মন্তব্য করুন: