'তলাবিহীন ঝুড়ি' থেকে উন্নয়নশীল দেশ

১৯৭১ সালে যে দেশে একবেলা পেটপুরে খাওয়াই ছিলো স্বপ্নের মতো, সেদেশে ১৬ গুণ উৎপাদন বেড়ে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। শিল্পের চাকা ঘোরার সঙ্গে বদলে গেছে বাঙালির ভাগ্য। ১৯৭১ সালে মাথাপিছু আয় যেখানে ছিলো একশ' ডলারের নিচে তা ৫০ বছরে ছুঁয়েছে দুই হাজার ডলারের মাইলফলক।
স্বাধীনতার ৫০ বছরে 'তলাবিহীন ঝুড়ি'র তাচ্ছিল্যের উচিত জবাব এসেছে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তীর্ণের মধ্য দিয়ে। ৪৪ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ আর পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় আসন দখলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অনন্য উচ্চতার আরেক মাইলফলক। সোয়া চার কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেলো ফেব্রুয়ারিতে সাড়ে চার হাজার কোটি ডলারের পৌঁছায়।
১৯৭১ সালের ১৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি পেছনে ফেলে এখনকার প্রবৃদ্ধি ৮ এর ঘরে। স্বাধীনতার সময়কার ৭৮৬ কোটি টাকার জাতীয় বাজেটের আকার এখন প্রায় পৌনে ছয় লাখ কোটি টাকা।
এতে খুশি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের এই অর্থনীতিকে মুক্তিযুদ্ধের সময়ে খুব কাছ থেকে পরখ করা সাবেক অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল লেনদেন এবং ই-কমার্সের প্রসারে ভালোই এগিয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বা নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণ বা মেট্রোরেলের মতো বড় অর্জনে তৃপ্তির ঢেকুর তুললে চলবে না। নির্মূল করতে হবে উন্নয়নের মাঝে উঁকি দেয়া চরম দরিদ্রতাকে। কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া অর্থনীতির সমীকরণ মেলাতে ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।
তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের সাড়ে তিন হাজার কোটি ডলারের রপ্তানি দিয়ে বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী দেশের মধ্যে ৪১তম অবস্থানে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, এসব অর্জন শুধু উৎপাদন সক্ষমতাই বাড়ায়নি, বাড়িয়েছে মানুষের গড় আয়ুও। অর্থনীতির খুঁটিনাটি বিশ্লেষণ করা বিশিষ্ট এই অর্থনীতিবিদ মনে করেন, টেকসই অর্থনীতির স্বার্থে এখন দরকার কর্মসংস্থানমুখী বিনিয়োগ। সেইসাথে বিদেশ নির্ভরতা কমিয়ে সম্প্রসারণ করতে হবে দেশীয় বাজার।
সুবর্ণজয়ন্তী উদযাপনের এ আনন্দক্ষণে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে থাকায় অতৃপ্তি প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তাদের পরামর্শ, কাঙ্ক্ষিত উত্তরণের জন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বেরিয়ে আসতে হবে স্বল্পোন্নত দেশের সুবিধা দীর্ঘায়িত করার আসক্তি থেকে।
বিভি/এমএইচকে/এমএস