যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ২ বছর পিছিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি: পেন্টাগন

ছবি: শন পারনেল
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়েছে। এমন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ- পেন্টাগন। বুধবার (২ জুলাই) এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধান মুখপাত্র শন পারনেল।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
শন পারনেল জানান, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দিয়েছে। তাই এটা স্পষ্ট যে মার্কিন সামরিক অভিযান তার লক্ষ্য অর্জন করতে পেরেছে। তবে তার এই দাবির সপক্ষে কোনও প্রমাণ সরবরাহ করতে পারেননি তিনি। এ সময়, হামলার প্রভাব সম্পর্কে মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর গভীর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, মার্কিন সামরিক বোমারু বিমান বি-২ গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬শ’ কেজি) বাঙ্কার-বাস্টার বোমা এবং দুই ডজনেরও বেশি টমাহক স্থল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়।
বিভি/এআই
মন্তব্য করুন: