• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইন্দোনেশিয়ায় ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪, নিখোঁজ ৪১

প্রকাশিত: ০৯:২২, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১২:০৩, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ইন্দোনেশিয়ায় ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪, নিখোঁজ ৪১

ছবি: স্বজনদের আহাজারি। বিবিসি

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে নিখোঁজ রয়েছেন বাকি ৪১ জন। তবে কর্তৃপক্ষ প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ জুলাই) ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের কেতাপাং বন্দর থেকে ছেড়ে যায় ‘এম ভি টুনু প্রাতামা’ নামের একটি ফেরি। গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর।

স্থানীয় বার্তা সংস্থা জানায়, কেতাপাং বন্দর থেকে যাত্রা শুরুর আধ ঘণ্টার মধ্যেই ডুবে যায় সেই ফেরি। দুর্ঘটনার সময় ফেরিতে ১২ ক্রু’সহ ৫৩ জন যাত্রী ছিলেন। মোট গাড়ির সংখ্যা ছি ২২টি।

জরুরি বিভাগের সদস্যরা খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ২০ জন। তবে এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2