• NEWS PORTAL

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

নৌকাবাইচের ফাইনাল দেখতে হাজারো মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নৌকাবাইচের ফাইনাল দেখতে হাজারো মানুষের ঢল

গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধাইনগর ইউনিয়ন অটো বাইক সমিতির উদ্যোগে নাককাটিতলা সিঁড়িঘাটে এ নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীতায় সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা অংশ নেয়। নান্দনিক এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই নাককটিতলা সিঁড়িঘাটের দুইপাড়ে আসতে থাকেন হাজার হাজার মানুষ।

প্রতিযোগীতার ফাইনালে তিনটি  দল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে সোহবুল মাঝির দল, ২য় রফিকুল মাঝির দল এবং ৩য় হয় জিয়া মাঝির দল।

ধাইনগর ইউনিয়ন অটোবাইক সমিতির সভাপতি কামারিয়া চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে শিবগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবীর মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ 

পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম তাবারিয়া চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গণী জোহাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। 

বিভি/এসএমএসডি/এজেড

মন্তব্য করুন: