• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে 

প্রকাশিত: ১৫:৩৩, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে 

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী সমুদ্রসৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। এর আগে টেকনাফের শীলখালী সমুদ্রসৈকতেও একই ধরনের একটি মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটে। ধারাবাহিকভাবে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটি মনখালী সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি সৈকতেই পড়ে ছিলো।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, মৃত ডলফিনটি দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গপ্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। বিজ্ঞানীদের মতে, কক্সবাজারের সৈকত এলাকায় ভেসে আসা ডলফিনগুলোর বেশিরভাগই বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত ইরাবতী প্রজাতির যার বৈজ্ঞানিক নাম Orcaella বা অরক্যালা। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম শরীফ বলেন, ডলফিন সাধারণত বাতাসের মাধ্যমে অক্সিজেন সংগ্রহ করে। অনেক সময় জালে আটকা পড়ে তারা মারা যেতে পারে, তবে প্রকৃত কারণ জানতে অধিকতর গবেষণার প্রয়োজন হয়।

স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনে অন্তত ৪টি মৃত ডলফিন দেখতে পেয়েছেন তারা। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে এই সংখ্যা বেড়ে যাওয়া সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2