খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা
যীশু খ্রীষ্টের পবিত্র জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। সোমবার সকালে বড়দিন উদযাপন পরিষদের ব্যানারে শহরের চেঙ্গী স্কয়ার থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বড়দিন উদযাপন পরিষদের আহ্বায়ক রনিক ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি শহর ও বিভিন্ন গ্রামে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। গীর্জায় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবারও।
বিভি/এজেড




মন্তব্য করুন: