• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করলো বিজিবি, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি  

প্রকাশিত: ১৮:২৩, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করলো বিজিবি, আটক ১

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি এবং বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানের সময় একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2