• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক রনি মিয়া(২৫) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তের ৯০২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রনি মিয়া হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে। 

স্থানীয় ও বিজিপি জানায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নে দৈখাওয়া সীমান্ত পিলার ৯০২ মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশী নাগরিক (৪/৫ জন) গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করলে প্রতিপক্ষ ভারতীয় ৭৮ বিএসএফ এর শিষরাম ক্যাম্পের টহল দল তাদের উদ্দেশ্য করে ০১ রাউন্ড গুলি করলে রনি মিয়া (২২) পেটে বিদ্ধ হয়। পরিবারের লোকজন গুলিবিদ্ধ রনি মিয়াকে গোপনে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিচ্ছেন। 

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, এ ঘটনায় বিজিপির পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেন এমন ঘটনা ঘটলো। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে গোপনে চিকিৎসা নিচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2