রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শুরু হলো যুবলীগের সম্মেলন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংগীত গেয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। ইতোমধ্যে সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত রয়েছেন।
এই সম্মেলনে অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহানের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিভি/পিএ/কেএস
মন্তব্য করুন: