• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির টানা আন্দোলনের হুঁশিয়ারি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির টানা আন্দোলনের হুঁশিয়ারি

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে কুড়িগ্রাম বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। দাবি মানা না হলে টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তারা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরীফুর রহমান খোকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার সাহা, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ সাধারণ শিক্ষা সমিতির সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রংপুর সাংগঠনিক বিভাগের সদস্য ড. আবু নূর মো. আনিসুজ্জামান।

এসময় উল্লেখ করা হয়, শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য উপজেলা, জেলা ও অঞ্চলভিত্তিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডারদের নিয়োগ প্রদান, সাধারণ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২টি পদ তফসিল বহির্ভূত করে নিয়োগবিধি চূড়ান্ত করা শিক্ষা ক্যাডারের অস্তিত্বের উপর আঘাত হানা হয়েছে। কোনো কারণ ছাড়াই গত দু’বছর ধরে ৭ হাজার শিক্ষা ক্যাডারে পদোন্নতি বন্ধ রাখা হয়েছে। এদের মধ্যে অধ্যাপক পদে ১২০০ জন এবং সহযোগী অধ্যাপক পদে ৩ হাজার জন ও সহকারী অধ্যাপক পদে ৩ হাজার জন পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাতে নানা অনিয়মের কারণে শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পরছে। এই পুরাতন দাবিগুলো আদায়ে টানা কর্মসূচি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে দাবি মানা না হলে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন, এরপর ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩দিনের কর্মবিরতি পালন করারর ঘোষণা দেয়া হয়।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: