• NEWS PORTAL

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

মানিকগঞ্জে  নৌকাবাইচ দেখতে গিয়ে না ফেরার দেশে ২ স্কুলছাত্র

প্রকাশিত: ২০:১৮, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
মানিকগঞ্জে  নৌকাবাইচ দেখতে গিয়ে না ফেরার দেশে ২ স্কুলছাত্র

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম(১৭) নামের দুইস্কুল ছাত্র নিখোঁজের তিনদিন পর লাশ হয়ে ফিরল বাড়িতে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) সিংগাইর উপজেলার সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সিফাত হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে ও ওয়াসিম লক্ষীপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তারা দু’জনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলার সীমান্তবর্তী এলাকা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কমিটির উদ্যোগে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজার দর্শকের সমাগম ঘটে। উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সিফাত ও ওয়াসিমসহ ২০-২৫ জন বন্ধু নিয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নৌকা বাইচ দেখতে যায়। এসময় নৌকা বাইচ আয়োজক কমিটির ট্রলারের ধাক্কায় অপর ট্রলারটি ডুবে যায়। এতে সিফাতসহ ৭-৮ জন যাত্রী নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ওই দিনগত রাতে অনেক খোঁজাখুজি করে ২ জন ছাড়া বাকিদের উদ্ধার করে। পরদিন রবিবার (১ অক্টোবর) বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওয়াসিমের লাশ উদ্ধার করেন।

নিহত সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ আমরা সারা দিন কালীগঙ্গা নদীতে অনেক খোঁজাখুজি করে সিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান শেষ করেন। সোমবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলা সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তির ঘাটে সিফাতের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। সকাল ৮ টার দিকে আমরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সোমবার সকাল ১০ টায় শ্যামনগর কেন্দ্রীয় কবরস্থানে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় সিফাত ও ওয়াসিমের পরিবারে চলছে শোকের ছায়া।

বিভি/রিসি

মন্তব্য করুন: