শেষ দিনে চট্টগ্রামের ৮টি আসনের ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে ৮ টি আসনের ৭৪ জন প্রার্থীর মধ্যে ১১ জনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম ১৫ লোহাগাড়া আসনে আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী আ ন ম মিনহাজুর রহমান চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়।
চট্টগ্রাম ১০ আসনে যুবলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয় তিনজন ভোটারের ঠিকানা ভুল থাকায়। একই আসনে সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ছেলে ফয়সাল আমিনের মনোনয়ন বাতিল হয় এক শতাংশ ভোটার ইস্যসুতে। এর আগে রবিবার চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৮টি আসনে ১৮ জনের মনোনয়ন বাতিল হয়েছিল।
সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম। মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের, চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান হুইপ ও সংসদ সদস্য সামসুল হক চৌধুরী ও চট্টগ্রাম- ১০ আসনে সাবেক সিটি মেয়র মনজুর আলমের।
বিভি/রিসি
মন্তব্য করুন: