• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইচ্ছাপূরণে হেলিকপ্টারে করে বউ নিয়ে মিশু

প্রকাশিত: ১৬:২৫, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ইচ্ছাপূরণে হেলিকপ্টারে করে বউ নিয়ে মিশু

মিশুর মায়ের ইচ্ছা ছিল ছেলে বিয়ে করতে যাবে হেলিকপ্টারে করে। মায়ের বলা সেই ইচ্ছা অবশেষে পূরণ করলেন গ্রিস প্রবাসী ছেলে মিশু। হবিগঞ্জের মেয়ে তৃষ্ণা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারযোগে ঘরে এনে মায়ের ইচ্ছাপূরণ করলেন মিশু।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের জয়রা এলাকায় এই দৃশ্য দেখতে এলাকায় জড়ো হন শত শত উৎসুক জনতা। মিশু মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার কাসেম আলীর ছেলে।

মিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মিশু হচ্ছেন চতুর্থ। প্রায় ১৪ বছর আগে তিনি গ্রিসে যান। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন মিশু। পারিবারিকভাবে তার বিয়ে হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিশুর বিয়ে হয়। স্ত্রী তৃষ্ণা আক্তারের বাড়ি হবিগঞ্জে। দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি জয়রা গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বর রওনা দেন কনের বাড়িতে। বিকাল ৪টার দিকে বিয়ের সব আয়োজন শেষ করে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়ি ফিরে আসেন। হেলিকপ্টারে চড়ে আসা নবদম্পতিকে দেখতে স্থানীয় লোকজন জয়রা গ্রামের মাঠে ভিড় করেন।

মিশুর বৃদ্ধা মা জানান, আমার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারযোগে বিয়ে করাবো। আমার ছেলে সেই ইচ্ছাপূরণ করেছে। আমি খুব আনন্দিত। এখন মরেও শান্তি পাবো। মিশুর বাবা বেঁচে থাকলে ছেলের এমন আয়োজন দেখে আরও বেশি খুশি হত।

মোহাম্মদ মিশু বলেন, আমার মায়ের ইচ্ছাপূরণ করতে পেরে আমি শান্তি পাচ্ছি। বাবা বেঁচে থাকলে অনেক খুশি হত। আমি যেন সাংসারিক জীবনে সুখি হতে পারি, আপনারা দোয়া করবেন।

মিশুর নববধূ তৃষ্ণা আক্তার বলেন, হেলিকপ্টারে করে বিয়ে হবে এটা কখনও ভাবিনি। এমন আয়োজনে আমি অনেক খুশি হয়েছি। সাংসারিক জীবনে যেন সুখি হতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২ লাখ ৮০ হাজার টাকায় ইমপ্রেসের একটি হেলিকপ্টার তিন ঘণ্টার জন্য ভাড়া করেন জয়রা এলাকার মৃত কাশেম আলীর ছেলে মোহাম্মদ মিশু।

বিভি/রিসি

মন্তব্য করুন: