• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হারানো ছেলেকে পরিবারে কাছে হস্তান্তর করলো সমাজসেবা অধিদফতর

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হারানো ছেলেকে পরিবারে কাছে হস্তান্তর করলো সমাজসেবা অধিদফতর

বাড়ি থেকে গত ১ মাস আগে হারিয়ে যাওয়া  রায়হান (১০) নামে এক শিশুকে তার পরিবারের  কাছে হস্তান্তর করেছে শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।

বুধবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের লোকের হাতের তুলে দেন। এসময় হারানো ছেলেকে ফিরে পেয়ে পরিবারের লোকজন আনন্দে কেঁদে ফেলেন। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।

সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, শিশু রায়হান কে চার দিন আগে নাভারণ রেল স্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজ সেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম পরে খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়। আজ বিকালে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রায়হানের পরিবার জানান, গত ১ মাস আগে সে হঠাৎই বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানায় শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা, আনসার সদস্য সহ সহযোগী সকলকে।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান, সাংবাদিক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: