• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাটিরাঙ্গায় দুই ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মাটিরাঙ্গায় দুই ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে আদর্শগ্রাম ও ইসলামপুর HNJ ও MRB নামক দুই ইট ভাটা মালিককে জ‌রিমানা ক‌রেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। 

এসময় কয়লার বদলে ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ মজুদ রাখার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে HNJ ব্রিক ফিল্ডের মালিককে ৫০ হাজার টাকা এবং MRB ব্রিক ফিল্ডের ম্যানেজারকে ১লাখ টাকা জরিমানা এবং নগদ আদায় করা হয়।

একইসাথে  HNJ ব্রিক ফিল্ড থেকে আনুমানিক ৩,১১১ ঘনফুট (প্রায় ১,০০০ মণ) এবং MRB ব্রিক ফিল্ড হতে আনুমানিক ১৫,২৪৬ ঘনফুট (প্রায় ৫,০০০ মণ) জ্বালানী কাঠ জব্দ করা হয় এবং স্থানীয় কাউন্সিলরের জিম্মায় দেয়া হয়।

অভিযানে মাটিরাঙ্গা বনবিভাগের সহকারী রেঞ্জ অফিসার ও মাটিরাঙ্গা থানার একটি দল সহায়তা ক‌রে‌ছে জা‌নি‌য়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: