• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জো বাইডেন ও জয়ার ঘরে ৩ নতুন অতিথি

প্রকাশিত: ১৮:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
জো বাইডেন ও জয়ার ঘরে ৩ নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে ৩ টি শাবক জন্মগ্রহণ করেছে। সপ্তাহখানেক পর বাঘ শাবকগুলোর লিঙ্গ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসাইন শুভ। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৭ টিতে। 

গতবছর চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মগ্রহণ করা এক জোড়া বাঘ দিয়ে প্রাণী বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা হতে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

বাঘ জো বাইডেন জন্মের পরপরই তার মায়ের কাছ থেকে পরিত্যক্ত হলে চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালনপালন করা হয় বাঘ জো বাইডেনকে। এক বছর লালনপালন করার পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অবস্থিত অন্যান্য বাঘ পরিবারের সাথে সোশ্যালাইজেশনের মাধ্যমে সদস্য হিসেবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবারের মত সে নিজের পরিবার তৈরি করলো। মানুষের হাতে লালনপালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সাথে একত্রিকরণের মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা, যার সম্পূর্ণ কৃতিত্ব বাঘ জো বাইডেনের।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: