• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ২০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে নিয়ে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামে এঘটনা ঘটে।

আজহারুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের বাসিন্দা। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্ণা খাতুন। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সাথে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেন দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন। 

পরে ঘুমন্ত স্বামী আজহারুলের হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে নেন তিনি। এরপর ঝর্ণা খাতুন নিজেও অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এক পর্যায়ে ভোর রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মানস কুমার জানান, সামেক হাসপাতালে ভর্তি হওয়ার আগে ঝর্ণা খাতুন মারা গেছেন। তিনি আরো জানান, আজহারুল  ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2