চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ দুই শিশু
চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১১ জুন) বেলা আড়াইটা থেকে তিনটার দিকে খালের মোহনায় কর্কশীট নিয়ে ভেসে ভেসে খেলা করার সময় শিশু দুটি নিখোঁজ হয় বলে দাবি স্থানীয়দের।
পরে খবর পেয়ে বেলা সাড়ে চারটায় ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে পৌনে সাতটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত শিশু দুটির নাম পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করাও সম্ভব হয়নি। নিখোঁজ শিশুরা আশপাশের বস্তি এলাকার ভাসমান শিশু হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
বিভি/রিসি
মন্তব্য করুন: