সাভারের ভাকুর্তায় সন্ত্রাসী হামলায় দিনমজুর গুরুতর আহত

সাভারের ভাকুর্তায় সন্ত্রাসী খানজাহান বাহিনীর হামলায় নজরুল হক নামের এক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার মাথায় ৩৬টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি কলাতিয়া পাড়া গ্রামের দিনমজুর নজরুল হকের পরিবারের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খান জাহানের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে নজরুল হককে একা পেয়ে খানজাহান ও তার সহযোগী মোশারফ, ইকবাল, ফয়সাল, মিরাজ, সিয়াম ও সাইফুলসহ বেশ কয়েকজনকে নিয়ে হত্যা চেষ্টা চালায়। সন্ত্রাসীরা চাপাতি, হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই নজরুল হকের ভাই এনামুল হক বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাড়ি ইনচার্য এস আই আসওয়াত জানান পুলিশ ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: