সিলেট, সিরাজগঞ্জসহ বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতির উন্নতি

সিলেট, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ বেশ কিছু জায়গার বন্যার পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ কমেনি বানভাসিদের।
সিলেটে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। ভেসে উঠেছে বন্যার ক্ষত চিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। তবে, সিলেটে সব নদীর পানি কমলেও এখনো কানাইঘাটের সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। তিন দফা বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা মানুষজন।
সিরাজগঞ্জের দুইটি পয়েন্টেই কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে কিছুটা উন্নতির দিকে বন্যা পরিস্থিতি। তবে এখনও যমুনার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কমেছে গাইবান্ধার সব নদ-নদীর পানিও।
স্বাভাবিক হতে শুরু করেছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটাসহ চার উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো কমেনি। দুর্ভোগে বানভাসিরা। পানিবন্দি ৬ জেলার ৪৭ হাজার মানুষ। বন্যার কারণে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: