• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান

প্রকাশিত: ২১:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় চট্টগ্রামে আজ পাহাড়/টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমের নেতৃত্বে পরিবেশ অধিদফতর এবং চট্টগ্রাম পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে মহানগরীর আকবর শাহ থানা ও খুলশী থানার আওতাধীন বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে আকবর শাহ ও খুলশী থানা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পাহাড় কাটার প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আকবর শাহ থানার লেকসিটি এলাকায় পাহাড় কাটার আলামত পাওয়ায় মালিক সিডিএ প্রকৌশলী ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। হারবাতলী এলাকায় মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে ১৫ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। দক্ষিণ খুলশী এলাকায় মোবাইল কোর্টে মো. মাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা তিনি পরিশোধ করেছেন। 

রূপনগর ও ইমামনগরে পাহাড় কাটার প্রস্তুতি হিসেবে গাছপালা পরিষ্কার করা হয়েছে। পরিবেশ অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মিরপুর আবাসিক এলাকায় রাস্তা নির্মাণের জন্য পাহাড় কাটার প্রমাণ মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানকালে স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব জহুরুল ইসলামের (জসিম) নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ উপরিউক্ত এলাকায় পাহাড় কাটছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজকের অভিযানে জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বেলার প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদফতরকে এ ধরনের অভিযান অব্যাহত রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। মাইকিং করে স্থানীয় লোকজনকে পাহাড় কাটার বিরুদ্ধে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে বলা হয়েছে। পাহাড় কাটা সংক্রান্ত কোনো তথ্য পেলে পরিবেশ অধিদফতরকে তৎক্ষণাৎ অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2