• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আওয়ামী লীগ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০৮:১৭, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ০৮:২৯, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
আওয়ামী লীগ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে: আসিফ মাহমুদ

ছবি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভাজন উসকে দিয়ে জনগণের মনোজগৎকে নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) সাতক্ষীরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয়কালে এ কথা বলেন আসিফ মাহমুদ। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, অনেক মহল আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। আমরা এখন থেকে সেটা আর করতে দেব না। এবারের দূর্গাপূজায় সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণেরও অবদান রাখার সুযোগ আছে, আপনারাও সেখানে কাজ করবেন।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম হবে। এসময় দেবহাটা স্টেডিয়ামটি আন্দোলনে নিহত আসিফের নামে করা হবে বলেও জানান তিনি।

মতবিনিয়ময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2