• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২০, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন-বগুড়ার ইব্রাহিম (২৮), গাইবান্ধার শাহীন ইসলাম (২২) ও রংপুরের ফিরোজ (১৮)। 

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার (৩১ আগস্ট) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসেন। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধারকাজ শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

শাহীনের সঙ্গে কাজ করতে আসা পাভেল বলেন, শাহীন আর আমরা একসঙ্গে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের ওখানে ভাড়া থেকে কন্ট্রাক্টারের আন্ডারে বাড়ি নির্মাণ কাজ করি। শাহীন এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিলো। পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসা একজন ওকে ডেকে নিয়ে আসেন। পরে ট্যাংকে নেমে শাহীনসহ তিনজন মারা যান। ওর বাড়ি গাইবান্ধা জেলায়।

মুন্সীগঞ্জ ডোমকল বাহিনীর সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনজনের মরদেহ উদ্ধার করি। সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2