• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরির হোতা ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরির হোতা ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া কালী মন্দিরের প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শনিবার বিকেলে তাদেরকে শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হয়। সিটি ফুটেজ এর সুত্র ধরে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।  এদিকে জেলা পুলিশের ফেসবুক পেজে মুকুট চোরকে ধরতে সকলের সহযোগিতাসহ চোরকে ধরে দিতে পারলে বিশেষ পুরস্কারে ভুষিত করার ঘোষণা দেওয়া হয়। 

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের সিদাম সরকারের স্ত্রী রেখা সরকার (৪৫), অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৭) এবং হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস (৫০)। 

এদিকে, শনিবার সকালে অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া শ্যামনগরের যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শনকালে দ্রুততম সময়ের মধ্যে চোরকে আটক করে মুকুট উদ্ধারের নির্দেশ দেন। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাশ, সাবেক এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল অহেদ, উপজেলা জামায়াতের আমীর মাও: আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৪৯ মিনিটের মধ্যে এক যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করে মুকুটটি খুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তবে চোরকে সনাক্ত করা এখনো সম্ভব হয়নি।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেছে মন্দিরের সেবায়েত জ্যোতি চট্টপাধ্যায়। 

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর জানান, ইতোমধ্যে সন্দিগ্ধ আসামী হিসেবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া যে বা যারা মূল আসামীকে ধরে দিতে পারবে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2