ভিমরুলের কামড়ে প্রাণ গেল বাবা-মেয়ের, ছেলে হাসপাতালে

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমাম ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের পরে আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। এসময় একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের কামড়ে আহত করে। পরে নৌকা নিয়ে তীরে ভিড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং বাবা-ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যান। সিফাত উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
বিভি/টিটি
মন্তব্য করুন: