• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ম্যানোলা হিলে এবার চোখ পড়েছে এক জামায়াত নেতার

প্রকাশিত: ১৭:২০, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৫, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ম্যানোলা হিলে এবার চোখ পড়েছে এক জামায়াত নেতার

আওয়ামী গডফাদারাদের হাত থেকে দখলমুক্ত হাজার কোটি টাকার ম্যানোলা হিলে এবার চোখ পড়েছে এক জামায়াত নেতার। মালিকদের অভিযোগ, প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাদের। মামলা মোকাবেলা ও দখলদারদের মোকাবেলায় নাজেহাল অবস্থা ম্যানোলা পরিবারের। 

চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র জিইসি মোড়ের পাশে ম্যানোলা হিল। যা ম্যানোলা পাহাড় নামে পরিচিত। হাজার কোটি টাকার এ সম্পত্তির দিকে সবসময় লোলুপ দৃষ্টি ভূমিদস্যুদের।

সব সময় ম্যানোলা হিল পরিবারের লড়াই চলে ভূমিদস্যুদের বিরুদ্ধে। তাদের অভিযোগ ক্ষমতার দাপটে প্রথমে এটি দখলে নিতে চেয়েছিল আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। এরপর দখলের প্রচেষ্টা চালান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারা ক্ষান্ত হলে জবরদখল প্রক্রিয়ায় যুক্ত হন শেখ হাসিনার ফুপাত ভাই স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এমডি মোঃ নুরুল ইসলাম। 

পুলিশের সহযোগিতায় ২০২২ সালের ২১ জুন মধ্যরাতে ম্যানোলা হিলে তাণ্ডব চালায় গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিনের লোকজন। 

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আবার ম্যানোলা হিল ফিরে পান মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। কিন্তু এবার এ সম্পত্তিতে চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নূরুল ইসলামের। আওয়ামী লীগ নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে। তার আশ্রয়-প্রশ্রয়ে আবারো সক্রিয় দখলদারা। 

৭ নভেম্বর আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াছের সাথে ভূমি ব্যবস্থাপনার দলিল করেন নূরুল ইসলাম।

এবিষয়ে জানতে নুরুল ইসলামের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াছকেও অফিসে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও রিসিভ করেনি কেউ।

ম্যানোলা হিল মালিককে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াদুল কবির।

বিভি/এআই

মন্তব্য করুন: