• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ি হত্যায় অভিযুক্ত জামাই পলাতক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩১, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ি হত্যায় অভিযুক্ত জামাই পলাতক

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি সাকিনা বেগম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছেন।

অভিযুক্ত টুটুল নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে এবং মৃত সাকিনা (৫৫) একই এলাকার মৃত শফিকুল আলমের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বুধবার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে আসেন সাকিনা। পরে দিন শেষে রাতে খাবার খেয়ে জামাই টুটুলের বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েন শাশুড়ি সাকিনা। এদিকে রাতের কোন এক সময় মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল শাশুড়ির ঘরে ঢুকে হাতে থাকা শাবল দিয়ে আঘাত করে শাশুড়িকে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যদের জেগে ওঠার আগেই পালিয়ে যায় টুটুল। পরে এলাকাবাসী ঘরে প্রবেশ করে সাকিনা বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।

ওসি কিবরিয়া আরও বলেন, ঘটনা জানার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে আসামি টুটুল দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসেন এবং এখনও নিয়মিত মানসিক রোগের ঔষধ খাচ্ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2