• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদী

মহাসড়কের সেতুর নিচে মিললো অজ্ঞাত নারীর লাশ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মহাসড়কের সেতুর নিচে মিললো অজ্ঞাত নারীর লাশ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নিচ হতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নীচ হতে মরদেহটি উদ্ধার করা।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নীচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮-১৯ বছর বয়সী নারীর মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।

ওসি জানান, কে বা কারা, কী কারণে, কোথায় এ হত্যার ঘটনা ঘটিয়েছে; মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।  
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: