• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেখানেই আজান সেখানেই ইফতার

শাহিন হাসান, বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০৭, ২০ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
যেখানেই আজান সেখানেই ইফতার

চলতি পথে যখন যেখানে আজান হয় সেখানেই ইফতার সারেন বরিশালের থ্রি হুইলার চালকরা। জীবিকার তাগিদে প্রতিদিনই ফুটপাতে হয় তাদের ইফতার। মালিকের জমার টাকা দিয়ে সংসার খরচ উঠাতে গিয়ে ইফতারির সময়েও তাদের ছুটে চলা। 

বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কর্মব্যস্ত মানুষ চলতি পথে ইফতার সারতে ভিড় করছেন এসব দোকানে। 

নগরীতে হলুদ অটো, সিএনজি, সবুজ গ্যাসের গাড়ি মিলিয়ে থ্রি হুইলারের সংখ্যা দশ হাজারেরও বেশি। সকাল থেকে রাত অবধি চলে এসবের চালকদের সংগ্রাম। চরম ব্যস্ততায় পরিবারের সাথে ইফতার করা হয় না তাদের। 

রোজায় ইফতার বিতরণে তেমন উদ্যোগ দেখেন না চলতি পথের রোজাদাররা। ইফতারের জন্য মানবিক উদ্যোগ চান হতদরিদ্ররা।

জীবিকার তাগিদে যাদের নিরন্তর ছুটে চলা চলতি পথে যে কোন উপায়ে হয়ে যায় তাদের ইফতার।

 

বিভি/এআই

মন্তব্য করুন: