• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে এক বছরের কারাদণ্ড, জরিমানা সোয়া লাখ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ২০:৩১, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে এক বছরের কারাদণ্ড, জরিমানা সোয়া লাখ

গাইবান্ধায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন মেসার্স একরামুল স্টোরের স্বত্ত্বাধিকারী মো: আসাদুল ইসলামকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে গাইবান্ধায় বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে এক ব্যবসায়িকে এক বছরের কারাদণ্ডসহ এক লাখ দশ হাজার ও লেবেলবিহীন শিশুখাদ্য রাখার কারণে অন্য তিন প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বিশেষ টাস্কফোর্স কমিটি শহরের পুরাতন বাজার ও ডিবি রোডে অভিযান পরিচালনা করেন। 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা এমএ আশিক, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: