• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান রংপুরে গ্রেফতার

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৫৯, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান রংপুরে গ্রেফতার

ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান শফিক খানকে রংপুরে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 

এর আগে সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাভেরুল রহমান শফিক খান মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নামে মাদারীপুর সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেরুল রহমান শফিক খানের নামে মাদারীপুর সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আইনগত অন্যান্য বিষয় প্রক্রিয়াধীন।

বিভি/এআই

মন্তব্য করুন: