দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ অভিযোগে মো. হোসেন মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ধর্ষনের ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শিবির এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশ।
অভিযুক্ত হোসেন মিয়া উপজেলার মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম বেতছড়ি শিবির এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত খলিল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাত সোয়া ১০টার দিকে ঐ নারী নিজ বাড়িতে অবস্থান করছিলো। এ সময় স্থানীয় বখাটে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ঘরে ঢুকে ঐ গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে রাতে গ্রামবাসী অভিযুক্ত হোসেন মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় মো. হোসেন মিয়ার বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান ,ভুক্তভোগী নারীর অভিযোগে পরিপ্রেক্ষিতে আসামি হোসেন মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: