• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ১৯:২৩, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার ৫ জন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।

এরপর আজ মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়। এ সময় তাদের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সময় সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার দুটি মামলা করে। গ্রেফতারকৃতদের দেশের বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা ছিলো বলেও জানায় পুলিশ।

বিভি/এআই

মন্তব্য করুন: