ফেনীতে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ফেনী ফোরাম ঢাকা’র

আয়তনে ছোট হলেও ফেনী বাংলাদেশের অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি জেলা। কিন্তু গত দেড় দশকে সব সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছে ফেনী। এ জেলায় উচ্চ শিক্ষার জন্য নেই কোনো বিশ্ববিদ্যালয়, নেই ভালো চিকিৎসাব্যবস্থাও। তাই ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে জেলার বিশিষ্টজনেররা।
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকায় বসবাসকারী ফেনীবাসীর সম্মানে ফেনী ফোরাম ঢাকা আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী বক্তব্যে তারা এই দাবি জানান। ইফতার মাহফিলে ঢাকায় বসবাসকারী প্রায় দেড় হাজার ফেনীবাসী অংশগ্রহণ করেন।
ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মু.ফখরুদ্দিন মানিকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব খোরশেদ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, বিশিষ্ট কবি জাকির আবু জাফর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলার সম্মানিত আমীর মুফতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলার সম্মানিত নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদুল হক, সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, দিদারুল আলম মজুমদার, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মেজবাহ উদ্দিন সাঈদ, নুরুল করিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়া, মো. মর্তুজা, ফেনী ক্লাবের সভাপতি জহির উদ্দিন আলমগীর, ফোরামের সহকারি সেক্রেটারি ইব্রাহিম বাহারি, মনির উদ্দিন মনি, রাশেদুল হাসান রানা, ড. মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্মানিত নেতৃবৃন্দ।
বিভি/কেএস
মন্তব্য করুন: