• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবৈধ ৮ ইটভাটায় অভিযান, ৩৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
অবৈধ ৮ ইটভাটায় অভিযান, ৩৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও ভূয়াপুর উপজেলার অবৈধ ৮ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের বিপ্লব কুমার সূত্রধর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ১৭ ও ১৮ ধারা মোতাবেক তিন অবৈধ ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমান করা হয়। ভাটা তিনটি হলো উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া এলাকার মের্সাস সুজন ব্রিকস কে ছয লাখ, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ছয় লাখ এবং মেসার্স সিয়াম ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এছাড়া মধুপুর উপজেলার তিতাস বিকস্ ৬ লাখ টাকা, সিটি বিকস ৫ লাখ টাকা ভূয়াপুরের বিবিসি বিকস্ ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মধুপুরের মধুপুর বিকস্ ও আশা বিকস্ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় ইটভাটার পরিচালনার সকল কার্যক্রম ।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমদল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: