মাদক সেবনকালে হাতেনাতে গ্রেফতার ২

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পুড়াতন চৌপথি ডাংগাপাড়া নামক স্থানে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মো: আরমান হোসেন মোনা ও নিমাই চন্দ্র রায় নামে দুইজনকে আটক করা হয়েছে।
জানা যায়, মাদক সেবনের ঘটনার সত্যতা প্রমাণিত এবং আসামিদ্বয় নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আরমান হোসেন মোনাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শ্রী নিমাই চন্দ্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। আসামিদের রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা জানান, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: