দেশের উপকূলীয় এলাকার নৌপথের নিরাপত্তায় সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের নৌপথের ও সুন্দরবন সংলগ্ন এলাকার নিরাপত্তার নিশ্চিত করার লক্ষে আলোচনা সভা ও সমন্বয় সভা করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
সভায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শীপে বাংকারিং মনিটরিং, নোঙ্গর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙ্গর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিক্যাল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড এর এ কর্মকর্তা আরও বলেন, সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র্যাব, বন ও মৎস্য অধিদফতর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, শিপিং এজেন্ট, বার্থ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত উপকূল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন বাংলাদেশ কোস্টগার্ড।
বিভি/এআই
মন্তব্য করুন: