• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জিআই স্বীকৃতি পেলো নরসিংদীর লটকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জিআই স্বীকৃতি পেলো নরসিংদীর লটকন

অমৃত সাগর কলার পর এবার ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক মো: রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতিস্বরুপ সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির (রাষ্ট্রিয় অতিথিভবন সুগন্ধায়) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে নরসিংদীর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। 

এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সহযোগিতায় ২০২৩ সালেই ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিল নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে-গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি বেশ কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। তাছাড়া গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: