• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা, মসজিদের ইমাম গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ২ মে ২০২৫

আপডেট: ১৮:৫৭, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা, মসজিদের ইমাম গ্রেফতার

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গাঁয়ে কেরোসিন ঢেলে সাতক্ষীরার তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সানজিদা আক্তার তুলির আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত কলেজ ছাত্রীর বাবা তালা উপজেলা ঘোনা গ্রামের কামরুল সরদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় এই মামলা করেন। এ মামলায় ঘোনা জামে মসজিদের ইমাম মোঃ আমিনুর রহমানকে বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আমিনুর রহমান (২৫) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমান কয়েক বছর যাবৎ তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কাজ করতেন। সম্প্রতি মসজিদের পার্শ্ববর্তী কলেজছাত্রী সানজিদা আক্তার তুলির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তুলি তাকে বিয়ের প্রস্তাবও দেয়। একপর্যায়ে প্রস্তাব প্রত্যাখান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যান আমিনুর। এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে তুলি। এক পর্যায়ে সে বাড়িতে কেউ না থাকার সুযাগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উঠানের এক কোনে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গায়ে পুরোপুরি আগুন ধরে গেলে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তার গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ শাহীনুর রহমান জানান, সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তুলির মরদেহ শুক্রবার (২ মে) বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তুলিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বৃহস্পতিবার রাতে তার বাবা ভ্যানচালক কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে পেশ ইমাম আমিনুর রহমানের নাম উল্লেখ করে পেনাল কোডের ৩০৬ ধারায় থানায় একটি মামলা (জিআর-৬৪/২৫ তালা) দায়ের করেছেন। এরপর আমিনুরকে রাতে পাটকেলঘাটা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক মোঃ খলিলুর রহমান আসামী আমিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমা- আবেদন জানিয়েছেন।

সাতক্ষীরার তালা আদালতের সরকারি নথি সংরক্ষণ কর্মকর্তা পুলিশের সহকারি উপ-পরিদর্শক আকিদুল ইসলাম জানান, দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুমা আক্তার আসামি আমিনুর রহমানকে শুক্রবার বিকেলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে, শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য কোন রিমাণ্ড আবেদন পাননি তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2