• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গুণী মানুষ বেঁচে থাকতে সমাজ তার কদর বুঝে না: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ২১:৩৫, ২০ মে ২০২৫

আপডেট: ২৩:০৫, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
গুণী মানুষ বেঁচে থাকতে সমাজ তার কদর বুঝে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গুণী মানুষ বেঁচে থাকতে সমাজ তার কদর বুঝে না। অস্তিত্বের অনুপস্থিতি দেখা দিলে তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। সূর্যের মূল্য বুঝা যায় অমাবস্যার রাতে। 

মঙ্গলবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম আই ই বি মিলনায়তনে শিক্ষাবিদ, লেখক, গবেষক ও জামায়াত নেতা ড. আ জ ম ওবায়দুল্লাহর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করেছে চট্টগ্রাম কালাচারাল একাডেমি।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, ড. আ জ  ম ওবায়দুল্লাহ জামায়াতে ইসলামীর সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার মতো ৩টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

শফিকুর রহমান বলেন, জন্মের পর মানুষ বেসিক্যালি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ ঈমানের পক্ষে, আরেকভাগ অন্যদিকে চলে যায়। উভয়েই মানব কল্যাণে কাজ করেন। দুটি কাজের মর্যাদা মাবুদের কাছে সমান নয়। ঈমানের পক্ষ অবলম্বনকারীদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্বে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2